গুচ্ছ থেকে বেড়িয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফয়সাল মিয়া, কুবি।।
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে। গুচ্ছের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে সিন্ডিকেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জুলাইয়ের মধ্যেই নতুন বর্ষের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষত, এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মান যাচাই, ভর্তিতে দীর্ঘসূত্রতা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, নিজেদের ভর্তি পরীক্ষা পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই আরও কার্যকরভাবে সম্ভব হবে। দেশের সেরা শিক্ষার্থীদের ভীড় বাড়বে এখানে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page