০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪ কুমিল্লা নগরীর বিসিকে যুবককে পিটিয়ে হত্যা ব্রাহ্মণপাড়ায় ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ট্রাক চালককে জরিমানা ব্রাহ্মণপাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ মনোহরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে দানিক সমবায় সমিতেতে জমা অর্থ ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজেনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল

  • তারিখ : ০৭:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • 16

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের প্রথম জানাজা শুক্রবার সকাল সোয়া দশটায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর ভবনের দ্বিতীয়-তৃতীয় তলার বিশাল বারান্দায় দাঁড়িয়ে মুসল্লিরা অংশ নেন।

রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী জানাজায় ইমামতি করেন। প্রথম জানাজার পর প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের লাশ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মধুপুর নিজ গ্রামে। সেখানে বেলা তিনটায় স্থানীয় হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে শুক্রবার সকাল ৯ টায় প্রিন্সিপাল আব্দুল মতিনের লাশ তাঁর প্রিয় কর্মস্থল চকবাজার ইসলামিয়া আলিয়া মাদরাসায় আনা হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিংবডির সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শুরুর আগে মুফতি আব্দুল মতিনের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য রাখেন- প্রফেসর ড. আব্দুল অদুদ, অধ্যক্ষ আল্লামা হোসাইন আহমদ ভূইয়া, আল্লামা আনম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মনির হোসাইন, অধ্যক্ষ আলি আকবর ফারুকি, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, মাওলানা আবু সুফিয়ান আল ক্বাদেরী, শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী, মাদরাসা গভর্নিংবডির সদস্য আবুল কাশেম ও বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

বক্তারা বলেন, প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন দ্বীনি শিক্ষা বিস্তারের একজন অন্যতম খেদমতকারী। ইসলামী শিক্ষা ও সুন্নিয়াতের আদর্শ প্রচারে এবং ইসলামী আলোচনায় সমাজ সংস্কারের ওপর খুব বেশি গুরুত্ব দিতেন। তিনি সমাজে ইসলামের সঠিক জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে দিতে মাদসারগুলোর গুরুত্ব তুলে ধরতেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্ছীনের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। মুফতি মোহাম্মদ আব্দুল মতিন আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। দ্বীনি শিক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বির আহমদ মোমতাজী সহ সংগঠনের কেন্দ্রীয় এবং কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রিন্সিপাল আব্দুল মতিন (৫৮) ঢাকায় আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে আটটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল

তারিখ : ০৭:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের প্রথম জানাজা শুক্রবার সকাল সোয়া দশটায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর ভবনের দ্বিতীয়-তৃতীয় তলার বিশাল বারান্দায় দাঁড়িয়ে মুসল্লিরা অংশ নেন।

রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী জানাজায় ইমামতি করেন। প্রথম জানাজার পর প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের লাশ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মধুপুর নিজ গ্রামে। সেখানে বেলা তিনটায় স্থানীয় হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে শুক্রবার সকাল ৯ টায় প্রিন্সিপাল আব্দুল মতিনের লাশ তাঁর প্রিয় কর্মস্থল চকবাজার ইসলামিয়া আলিয়া মাদরাসায় আনা হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিংবডির সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শুরুর আগে মুফতি আব্দুল মতিনের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য রাখেন- প্রফেসর ড. আব্দুল অদুদ, অধ্যক্ষ আল্লামা হোসাইন আহমদ ভূইয়া, আল্লামা আনম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মনির হোসাইন, অধ্যক্ষ আলি আকবর ফারুকি, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, মাওলানা আবু সুফিয়ান আল ক্বাদেরী, শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী, মাদরাসা গভর্নিংবডির সদস্য আবুল কাশেম ও বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

বক্তারা বলেন, প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন দ্বীনি শিক্ষা বিস্তারের একজন অন্যতম খেদমতকারী। ইসলামী শিক্ষা ও সুন্নিয়াতের আদর্শ প্রচারে এবং ইসলামী আলোচনায় সমাজ সংস্কারের ওপর খুব বেশি গুরুত্ব দিতেন। তিনি সমাজে ইসলামের সঠিক জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে দিতে মাদসারগুলোর গুরুত্ব তুলে ধরতেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্ছীনের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। মুফতি মোহাম্মদ আব্দুল মতিন আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। দ্বীনি শিক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বির আহমদ মোমতাজী সহ সংগঠনের কেন্দ্রীয় এবং কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রিন্সিপাল আব্দুল মতিন (৫৮) ঢাকায় আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে আটটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।