জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর বাখরাবাদ এলাকা থেকে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে ৮০০ বোতল ফেন্সিডিল, ১৫.৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) রাতে সেনাবাহিনী ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাখরাবাদ ভাটকেশর এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী মোঃ শিপুর বাসায় একটি অভিযান পরিচালিত হয়। টহল দল পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। তবে, মোঃ শিপুর সহযোগী সাজ্জাদ হোসেন সাগর (২২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮০০ বোতল ফেন্সিডিল, ১৫.৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয় নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেন সাগর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভাটকেশ্বর গ্রামের আবুল হোসেন এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিপু (৩৭) কে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা সংগ্রহ ও ক্রয়-বিক্রয় কাজে সহায়তা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরো দেখুন:You cannot copy content of this page