
দাউদকান্দি প্রতিনিধি॥
কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখমের পর তার বাড়িতে হামলা ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২) রাতে উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কাজি বাড়ি এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মাসুদ রানা (৪০)। তিনি ওই এলাকার মো. আনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মাসুদ রানার ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এসময় তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরদিন (৭ ডিসেম্বর) বিকেলে একই সন্ত্রাসী দল মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এরপর ৭ ডিসেম্বর মধ্যরাতে মাসুদ রানার দোকানে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় শোকাহত মাসুদ রানার বৃদ্ধ পিতা মো. আনু মিয়া (৯০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাসুদ রানার সঙ্গে এলাকার একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com