মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লা সদর উপজেলার জামবাড়ি এলাকা থেকে ৫১ কেজী গাঁজাসহ এক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।
গ্রেফতারকৃত মাদক কারবারী ৪৫ বছর বয়সী মোঃ ফারুক মিয়া জামবাড়ি এলাকার বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে তাকে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গ্রেফতার মাদক কারবারী ফারুকের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।