কুমিল্লায় বিভিন্ন ইফতার দোকানে ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায়

মোঃ জহিরুল হক বাবু।।
রমজানের চতুর্থ দিনে বাজার মনিটরিং এবং ইফতারের দোকান সমূহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণের উদ্দেশ্যে নগরীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার, উম্মে মুসলিমা, সৈয়দ ফারহানা পৃথা।

অভিযান পরিচালনাকালে নগরীর রাজগঞ্জ বাজার ও নিউমার্কেট এলাকায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে কি না, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করা হচ্ছে কি না ইত্যাদি বিষয় তদারকি করা হয়।

পাশাপাশি, ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে কি না, সাজিয়ে রাখা খাবার যথাযথভাবে ঢেকে রাখা হয়েছে কি না, ফুটপাত দখল করে ইফতারের দোকান বসানো হয়েছে কি না, স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কি না এসব বিষয় মনিটরিং করা হয়।

একইসাথে, ক্রেতাসাধারণের ভোগান্তি নিরসনে ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে দোকানীদের যথাযথ নির্দেশনা প্রদান করা হয়।

এসময় বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও খাবার সামগ্রী বিক্রির অভিযোগে জরিমানা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page