মোঃ জহিরুল হক বাবু।।
১৫ আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ৭নম্বর ওয়ার্ডে মিলাদ-দোয়া মাহফিল এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।
উক্ত সভায় আয়োজক এবং সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস।
এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাস্বেবকলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অসহায়দের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।