দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অতুলনীয়- বুড়িচংয়ে আইসিটি সচিব

জহিরুল হক বাবু।।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি শুধু চাকরির সুযোগ তৈরি করে না, বরং উদ্যোক্তা তৈরি করে, যা দেশের অর্থনীতিকে আরও উন্নত করতে সাহায্য করে।

শনিবার (১০ মে) দুপুরে কুমিল্লার বুড়িচংয়ে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ভূমিকা শীর্ষক সেমিনার এবং উদ্যোক্তা সংলাপ অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।

তিনি আরও বলেন, প্রযুক্তি খাতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, যেমন – সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কলসেন্টার, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি।

দেশে বসে তৈরি করা প্রযুক্তি সেবা বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। সরকার ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর আয়োজনে বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব ডক্টর মুহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব নজরুল ইসলাম, কুমিল্লা অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম।

প্রথম পর্বের অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান।

প্রথম পর্বের আলোচনা শেষে দ্বিতীয় পর্বে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদ কর্মীদের সমন্বয়ে উদ্যোক্তা সংলাপ অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোঃ সাইফুল হাসান।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান এর সভাপতিত্বে উদ্যোক্তা সংলাপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, বিডি জবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, শেয়ার ট্রিপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, সেবা ডট এক্স ওয়াই জেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলমুল হক সজীব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণ পাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, অধ্যাপক কামরুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আবু তাহের।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page