মনির হোসাইন।।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ঠা মে) দুপুরে কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ৬৩ সদস্যের কমিটিতে কামাল হোসেনকে সভাপতি ও রশিদ রানাকে সাধারণ সম্পাদক এবং শহিদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ৯জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৫জন, সহসাংগঠনিক সম্পাদক পদে ১১জন সহ ৯টি পদে ৯জন এবং কার্যকরী সদস্য হিসেবে ১২জনকে রাখা হয়েছে।
ঘোষিত কমিটির নবনির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন বলেন উত্তর জেলার মধ্যে মুরাদনগর একটি বৃহৎ উপজেলা। এখানে সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে এবং সাংগঠনিকভাবে আমাদের প্রিয় নেতা নুরুল হক নুর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি মুরাদনগরে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের শক্তিশালী অবস্থান তৈরি হবে।
আরো দেখুন:You cannot copy content of this page