স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী ‘ র সম্পত্তি দখলের চেষ্টা ও বিভিন্ন অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।
শনিবার বেলা ১২টায় লাকসাম পৌরসভা মিশ্রী এলাকার দারোগাবাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অবঃ)লুৎফর কবিরের এর স্ত্রী ভূক্তভোগি ফাহমিদা নাজ কবির।
তিনি অভিযোগ করেন, তাঁর পৈত্রিক সম্পত্তিতে একটি সুপার মার্কেট করে ভাড়া দিয়ে আসছিলো। গেল ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে রাজীব হোসেন জহির ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম এ জমিটি দখলের নানা চেষ্টা ও হয়রানি করে আসছিলো। এখনও নানা ষড়যন্ত্র ও অপপ্রচার করে আসছে। এছাড়াও ওই চক্র বিএনপি নেতা ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদসহ আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফাহমিদা নাজ কবির আরো বলেন, আমাদের মার্কেট এর ব্যবসায়ীদের সাথে কথা বলতে আসেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বি এন পি নেতা আলহাজ্ব মজির আহমদ। আমরা ও ব্যবসায়ীরা তখন রাজীব হোসেন জহির এবং উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম এর হয়রানীর বিষয়টি তাকে জানাই। তখন তিনি বিষয়টি বসে সমাধানের কথা জানান। অথচ প্রতিপক্ষ আমাদের পরিবারের সদস্যদেরসহ বিশিষ্ট শিল্পপতি সাবেক লাকসাম উপজেলা ও পৌরসভা চেয়ারম্যান মজির আহমদ এর মানহানি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, রাজনৈতিক নেতৃত্বের অপপ্রচার শুরু করেন। এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা বেশিরভাগ সময়ই দেশের বাহিরে থাকি। এ সুযোগে রাজিব হোসেন জহির ক্ষমতার অপব্যবহার করে আমার জীবিত বাবাকে মৃত ও তার ওয়ারিশ নেই বলে আমাদের কিছু স্বজনদের সহযোহিতায় জাল কাগজপত্র তৈরী করে জমির মালিক দাবী করে আমাদের হয়রানী করে আসছে। আমরা এসব জাল কাগজপত্রের বিরুদ্ধে মামলা করি, যা চলমান আছে।
সংবাদ সম্মেলনে তিনি মোঃ রাজিব হোসেন জাহিরের বিভিন্ন মাধ্যমে অপপচার ও হয়রানী নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অবঃ) লুৎফর কবির, জাহিদুল হাসান চৌধুরী হেলাল, নজরুল ইসলাম, আরী হোসেনসহ অন্যরা। এ বিষয়ে অভিযুক্ত রাজিব হোসেন জহির বলেন, এ জমিটি আমি ফাহমিদা নাজ কবির এর স্বজন থেকে ক্রয় সূত্রে মালিক। আমার জমি তারা দখল করে রেখেছে।
আরো দেখুন:You cannot copy content of this page