কুমিল্লা প্রতিনিধি।।
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর কুমিল্লা জেলা কমিটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন টিসিএ কুমিল্লার সভাপতি একাত্তর টিভির ক্যামেরা পার্সন সোহাগ, সাধারন সম্পাদক দেশ টিভির ক্যামেরা পার্সন তপু ও সাংগঠনিক সম্পাদক মোতালেব, সাংবাদিক মোঃ মহিবুল্লাহ ভূইয়া বাবুল।
আরও উপস্থিত ছিলেন, ক্যামেরা পারসন রাফি, সাইফ, সবুজ, বিপ্লবসহ অন্যান্যরা।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ও পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া ঘটনাটি দুঃখজনক। এই ঘটনার বিচারের দাবি জানায় তারা।