অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে-এড. টুটুল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, বঙ্গবন্ধুর সাহসী কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এখন বাংলাদেশ। করোনা মহামারিতে বিশ্বের অনেক দেশের অর্থনীতিতেই নেতিবাচক ধারা চলে এসেছে।

সেখানে প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের ফলে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে যা গোটা বিশে^ প্রসংশনীয় হয়েছে। ষড়যন্ত্র করে কেউ বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রয়োজন মানসিকতার উন্নয়ন। নতুন প্রজন্মকে উন্নত মানসিকতায় গড়তে হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে আমড়াতলী ইউনিয়নের বুড়িচং পীচ রোডের এমরান ব্রিকস হতে কিসমত মহেশপুর সড়ক সংস্কার কাজে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এড. টুটুল এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল, উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন,আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান হাসু। সভাপতিত্ব করেন আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,ইউপি সদস্য স্বপ্না রানী, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুমন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক কাজী মোশারফ হোসেন রিপন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page