১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

  • তারিখ : ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 3667

সোহরাব হোসেন।।
মাসখানেক আগেই বিয়ে করেছিলেন মো. নাজমুল হাসান (২৭)। নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা-সবকিছুই যেন ছিল হাসিখুশি এক গল্পের মতো।

কুয়েতে চাকরি করতেন তিনি। দেশে এসে বিয়ের পর কাটাচ্ছিলেন সুখের দিন। পরিকল্পনা ছিল-আর মাত্র এক সপ্তাহ পরই ফিরে যাবেন প্রবাসে, শুরু করবেন নতুন জীবনের অধ্যায়।
কিন্তু ভাগ্য লিখেছিল অন্য কিছু।

রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চলে যান নাজমুল। মুহূর্তেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহত নাজমুল হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি কুয়েতে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মীরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

মীরপুর হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় নাজমুল নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।”

এক মুহূর্তেই নিভে গেল এক পরিবারের আলো, থেমে গেল এক তরুণের সব স্বপ্ন, সব হাসি। যে মানুষটি হাসিমুখে পরিবারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছিলেন, কে জানত-আর কোনোদিন তিনি ফিরবেন না! নাজমুলের অসমাপ্ত গল্প যেন তার চারপাশের সকলের হৃদয়ে গভীর হাহাকার হয়ে রয়ে গেল।

error: Content is protected !!

কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

তারিখ : ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

সোহরাব হোসেন।।
মাসখানেক আগেই বিয়ে করেছিলেন মো. নাজমুল হাসান (২৭)। নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা-সবকিছুই যেন ছিল হাসিখুশি এক গল্পের মতো।

কুয়েতে চাকরি করতেন তিনি। দেশে এসে বিয়ের পর কাটাচ্ছিলেন সুখের দিন। পরিকল্পনা ছিল-আর মাত্র এক সপ্তাহ পরই ফিরে যাবেন প্রবাসে, শুরু করবেন নতুন জীবনের অধ্যায়।
কিন্তু ভাগ্য লিখেছিল অন্য কিছু।

রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চলে যান নাজমুল। মুহূর্তেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহত নাজমুল হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি কুয়েতে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মীরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

মীরপুর হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় নাজমুল নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।”

এক মুহূর্তেই নিভে গেল এক পরিবারের আলো, থেমে গেল এক তরুণের সব স্বপ্ন, সব হাসি। যে মানুষটি হাসিমুখে পরিবারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছিলেন, কে জানত-আর কোনোদিন তিনি ফিরবেন না! নাজমুলের অসমাপ্ত গল্প যেন তার চারপাশের সকলের হৃদয়ে গভীর হাহাকার হয়ে রয়ে গেল।