০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

  • তারিখ : ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 2450

সোহরাব হোসেন।।
মাসখানেক আগেই বিয়ে করেছিলেন মো. নাজমুল হাসান (২৭)। নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা-সবকিছুই যেন ছিল হাসিখুশি এক গল্পের মতো।

কুয়েতে চাকরি করতেন তিনি। দেশে এসে বিয়ের পর কাটাচ্ছিলেন সুখের দিন। পরিকল্পনা ছিল-আর মাত্র এক সপ্তাহ পরই ফিরে যাবেন প্রবাসে, শুরু করবেন নতুন জীবনের অধ্যায়।
কিন্তু ভাগ্য লিখেছিল অন্য কিছু।

রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চলে যান নাজমুল। মুহূর্তেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহত নাজমুল হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি কুয়েতে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মীরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

মীরপুর হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় নাজমুল নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।”

এক মুহূর্তেই নিভে গেল এক পরিবারের আলো, থেমে গেল এক তরুণের সব স্বপ্ন, সব হাসি। যে মানুষটি হাসিমুখে পরিবারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছিলেন, কে জানত-আর কোনোদিন তিনি ফিরবেন না! নাজমুলের অসমাপ্ত গল্প যেন তার চারপাশের সকলের হৃদয়ে গভীর হাহাকার হয়ে রয়ে গেল।

error: Content is protected !!

কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

তারিখ : ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

সোহরাব হোসেন।।
মাসখানেক আগেই বিয়ে করেছিলেন মো. নাজমুল হাসান (২৭)। নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা-সবকিছুই যেন ছিল হাসিখুশি এক গল্পের মতো।

কুয়েতে চাকরি করতেন তিনি। দেশে এসে বিয়ের পর কাটাচ্ছিলেন সুখের দিন। পরিকল্পনা ছিল-আর মাত্র এক সপ্তাহ পরই ফিরে যাবেন প্রবাসে, শুরু করবেন নতুন জীবনের অধ্যায়।
কিন্তু ভাগ্য লিখেছিল অন্য কিছু।

রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নিচে চলে যান নাজমুল। মুহূর্তেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহত নাজমুল হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি কুয়েতে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মীরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

মীরপুর হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় নাজমুল নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে।”

এক মুহূর্তেই নিভে গেল এক পরিবারের আলো, থেমে গেল এক তরুণের সব স্বপ্ন, সব হাসি। যে মানুষটি হাসিমুখে পরিবারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছিলেন, কে জানত-আর কোনোদিন তিনি ফিরবেন না! নাজমুলের অসমাপ্ত গল্প যেন তার চারপাশের সকলের হৃদয়ে গভীর হাহাকার হয়ে রয়ে গেল।