আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে- আইনমন্ত্রী আনিসুল হক

মোঃ জহিরুল হক বাবু।।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনজীবীদের শেষ আশ্রয়স্থল হিসেবে আইনজীবী সমিতিকে তৈরি করতে হবে। আইনের শাসন যেন ব্যাহত না হয় আইনজীবীদের সে দিকে খেয়াল রাখতে হবে।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির স্মৃতি ফলক ও ডিজিটালাইজেশন কার্যক্রামের উদ্বোধন অনুষ্ঠানে ভাচুর্য়াল আলোচনা সাভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্রবীনদের স্মৃতি ফলক দেখে নতুনরা অনুপ্রেরণা পাবে, এবং তাঁদের আদর্শে নিজেকে চালিত করবে।

করোনা ভাইরাসের সময় ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে ভার্চুয়াল কোর্টের সেবা পেয়ছে দেশবাসী। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা বারের সহ—সাধারণ সম্পাদক এড.আল মাহমুদ সাগর ও রিক্রেয়শন সম্পাদক এড.বিল্লাল হোসন।

এসময় বিজ্ঞ বিচারকসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page