আখেরী মুনাজাতে শেষ হলো চৌদ্দগ্রাম পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল

স্টাফ রিপোর্টার।।
আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হলো কুমিল্লার চৌদ্দগ্রামের পাশাকোটে মরহুম এয়ার আহম্মেদ মজুমদার স্মরণে দুই দিনব্যাপী ৮ম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল।

দারুচ্ছুন্নাহ দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গতকাল ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান মেহমান আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ্।

পাশাকোট দারুছুন্নাত দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলমগীর কবির মজুমদারের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক মাওলানা ড. রুহুল আমিন, ছারছীনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রুহুল আমিন আফসারী, ছারছীনা জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রভাষক মাওলানা মু. মোহিব্বুল্লাহ, পাশাকোট দারুছুন্নাত দীনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাছুম বিল্লাহসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আসলাম উদ্দিন, চৌদ্দগ্রাম ৮নং মুন্সিরহাট ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজ আলম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, পাশাকোট দারুছুন্নাত দীনিয়া মাদ্রাসার পরিচালক জহিরুল কাইয়ূম মজুমদার নিজাম, মোঃ ইয়াকুব আলী মজুমদার, মোহাম্মদ ওয়ালীউল্লাহ,আবির হাসান মজুমদারসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

মাহফিলে উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page