আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লায় র‌্যালী ও আলোচনা সভা

মোঃ জহিরুল হক বাবু।।
‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন‘‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসন, মহিলা বিষযক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।

পরে নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনের অডিটোরিয়ামে আলোচনা সভা, চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় বিভিন্ন নারী সংগঠনের নেতবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তার বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক সামাজিক প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমানে আওয়ামী লীগ সরকার নারী শিক্ষার বিস্তার নারীর অধিকার প্রতিষ্ঠা নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page