নেকবর হোসেন।।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের সর্বত্র চলছে মনোনয়ন যাচাই বাছাই। এরই অংশ হিসেবে কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ মোট ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন, আবু জায়েদ আল মাহমুদ ( স্বতন্ত্র), ওমর ফারুক (স্বতন্ত্র), কাজী মোহাম্মদ ওবায়েদ উল্লাহ (স্বতন্ত্র), বড়ুয়া মনোজিত ধীমন (বাংলাদেশ জাসদ), সৈয়দ মো. ইফতেকার আহসান (জাতীয়পার্টি), মো. আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. রমিজ উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি), মনিরুজ্জামান (গণঅধিকার পরিষদ), মো. ইউসুফ সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আ. করিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. মাসুদ রানা (আমজনতার দল), আবদুল্লাহ আল ক্বাফী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) ও কামরুন্নাহার সাথী (বাসদ)।
এদিকে যাচাই-বাছাই শেষে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নও বৈধতা পেয়েছে।
মনোনয়ন বাতিলের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল বলেন, ‘ছোট একটি ত্রুটির কারণে আমার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। বিষয়টি সংশোধন করে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করব।’
উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
কুমিল্লার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র শনিবার যাচাই-বাছাই করা হবে।







