স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পবিত্র কোরান সুর ফাউন্ডেশনের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ইসলাম অনুষ্ঠান পবিত্র কোরানের সুর এর কুমিল্লা বিভাগীয় অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌধুরীপাড়াস্থ টিএনটি তারা মসজিদে পবিত্র কোরান সুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অডিশনে প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম মজুমদার ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী কাউসার আল হামিদ, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ মোঃ তাসিম।
অনুষ্ঠানে জেলা পর্যায় শতাধিক প্রতিযোগির থেকে বাছাইকৃত ৩০ জন প্রতিযোগীর মধ্যে ২ জন সরাসরি এবং ৩ জন ঢাকায় অডিশন রাউন্ডের জন্য ইয়েস কার্ড পান।






