স্টাফ রিপোর্টার।।
শীত মৌসুমে কর্মরত সংবাদপত্র বিতরণকারীদের পাশে দাঁড়াতে রানী মা কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে কুমিল্লা নগরের সংবাদপত্র বিতরণকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মিডিয়া ফোরামের অস্থায়ী কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের অন্ধকারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেসব সংবাদপত্র বিতরণকারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—তাদের প্রতি দায়িত্ববোধ ও মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক আতিকুর রহমান (দৈনিক কালবেলা, ডাক প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (আর টিভি, কুমিল্লা নিউজ), কোষাধ্যক্ষ আবু সালেহ জাফর (দৈনিক কালবেলা) এবং নির্বাহী সদস্য মো. জুয়েল রানা (দৈনিক প্রথম আলো)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র বিতরণকারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত অংশ। তাদের শ্রম ও নিষ্ঠার মাধ্যমেই প্রতিদিন পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে যায়। শীতের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।
এই মানবিক উদ্যোগের জন্য কুমিল্লা মিডিয়া ফোরাম ও রানী মা কল্যাণ ফাউন্ডেশনকে সংবাদপত্র বিতরণকারীরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।











