০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় সেই আরশাদুলের শিক্ষার অধিকার নিশ্চিতে এগিয়ে এলেন ব্রাহ্মণপাড়া’র ইউএনও

কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প

  • তারিখ : ১০:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 173

জহিরুল হক বাবু।।
মরনব্যাধি জলাতংকের বিস্তার রোধে কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সহযোগিতায় এবং ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও ক্যাট এডপশন কুমিল্লা গ্রুপের আয়োজনে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী নগরীর নজরুল এভিনিউস্থ ক্যাটস হোম বিড়ালের বাড়িতে সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাম্পে প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাহ জাবেদুল হক সাগর, সঙ্গীত শিল্পী সাজেদ হাবিব আহম্মেদ, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপের পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ মনিরুল ইসলাম ভূইয়া (রিমন), ভেট কেয়ার কুমিল্লার পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ শেখ ইসমাইল আহমেদ, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লার পেট কনসালটেন্ট এন্ড সার্জন ডাঃ ফারহান ইশরাক উল্লাস, পেট এ্যনিমেল প্রাকটিশনার ডাঃ জাহিদুল ইসলাম জুয়েল ও লিট-পো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শান্তা হায়দার।

অনুষ্ঠানে সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, আশিকুর রহমান আশিক, ক্যাট এডপশন কুমিল্লা গ্রুপের এডমিন সামজিনা আলী পপি, ক্যাটস হোম বিড়ালের বাড়ির যুগ্ম আহবায়ক লাকী রহমান, সৌরভ হাসেম জাকারিয়া, সাফায়েতুল ইসলাম আজিজ, আরেফীন মীম, তানিয়া আক্তার মৌসুমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতিবছর প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান। বাংলাদেশেও বছরে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতিবছর প্রায় ২৫ হাজার গবাদিপশুও জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে দেশে। জলাতঙ্ক রোগের বিস্তার রোধে কুকুর বিড়ালকে ভেক্সিনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপ, ভেট কেয়ার কুমিল্লা, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লা, লিট-পো পাউন্ডেশন, কুমিল্লা, Tania Cats Family & Foster Home, Comilla News, Comilla Cat Foster Home, Cats Home বিড়ালের বাড়ির সকল সদস্য।

অনুষ্ঠানে প্রায় ২ শতাধীক বিড়ালকে বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন প্রদান করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প

তারিখ : ১০:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
মরনব্যাধি জলাতংকের বিস্তার রোধে কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সহযোগিতায় এবং ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও ক্যাট এডপশন কুমিল্লা গ্রুপের আয়োজনে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী নগরীর নজরুল এভিনিউস্থ ক্যাটস হোম বিড়ালের বাড়িতে সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাম্পে প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাহ জাবেদুল হক সাগর, সঙ্গীত শিল্পী সাজেদ হাবিব আহম্মেদ, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপের পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ মনিরুল ইসলাম ভূইয়া (রিমন), ভেট কেয়ার কুমিল্লার পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ শেখ ইসমাইল আহমেদ, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লার পেট কনসালটেন্ট এন্ড সার্জন ডাঃ ফারহান ইশরাক উল্লাস, পেট এ্যনিমেল প্রাকটিশনার ডাঃ জাহিদুল ইসলাম জুয়েল ও লিট-পো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শান্তা হায়দার।

অনুষ্ঠানে সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, আশিকুর রহমান আশিক, ক্যাট এডপশন কুমিল্লা গ্রুপের এডমিন সামজিনা আলী পপি, ক্যাটস হোম বিড়ালের বাড়ির যুগ্ম আহবায়ক লাকী রহমান, সৌরভ হাসেম জাকারিয়া, সাফায়েতুল ইসলাম আজিজ, আরেফীন মীম, তানিয়া আক্তার মৌসুমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতিবছর প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান। বাংলাদেশেও বছরে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতিবছর প্রায় ২৫ হাজার গবাদিপশুও জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে দেশে। জলাতঙ্ক রোগের বিস্তার রোধে কুকুর বিড়ালকে ভেক্সিনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপ, ভেট কেয়ার কুমিল্লা, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লা, লিট-পো পাউন্ডেশন, কুমিল্লা, Tania Cats Family & Foster Home, Comilla News, Comilla Cat Foster Home, Cats Home বিড়ালের বাড়ির সকল সদস্য।

অনুষ্ঠানে প্রায় ২ শতাধীক বিড়ালকে বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন প্রদান করা হয়।