তানভীর ইসলাম আলিফ।।
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামে ডোবায় পড়ে ২ বছর ২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শিশুটির বাড়ির পাশের ডোবায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি দৌলতপুর মোল্লা বাড়ির সজিব মোল্লা (ডাকনামঃ লতিফ)-এর মেয়ে। হাসপাতাল থেকে শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছেছে। এদিকে পরিবার ও এলাকাবাসী জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।











