০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

আ’লীগ ১৬ বছরে দেশকে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও অপরাধীদের স্বর্গরাজ্য করেছিল- ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের

  • তারিখ : ১১:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • 22

মনোয়ার হোসেন।।
ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের। তিনি বলেন, পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতাসহ যত পরিবর্তন হয়েছে, তার অধিকাংশই যুবকদের নেতৃত্বে সংগঠিত হয়েছে। আজকের যুব সমাজ বাংলাদেশকে বিনির্মাণের জন্য ঐকবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি হাইস্কুল মাঠে জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশের মুক্তিকামী ছাত্র-যুবক ও সাধারণ জনতা এ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে হাসিনা ও তার দোসরদের দেশ থেকে পালাতে বাধ্য করেছেন।’

তিনি বলেন, ‘আমি চৌদ্দগ্রামে সংসদ সদস্য থাকাকালীন বেশ কিছু মৌলিক উন্নয়ন কর্মকাণ্ড করেছি। তার মধ্যে চৌদ্দগ্রামকে পৌরসভায় উন্নীতকরণ, সরকারি হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস ও ডিজিটাল টেলিফোন স্থাপন, প্রায় ৩৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ প্রদানসহ বড় বড় রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ভবন গড়ে তুলেছি। আগামীতে আবারো সুযোগ পেলে দলমত নির্বিশেষে চৌদ্দগ্রামের সকল মানুষের জন্য ইনসাফের ভিত্তিতে ব্যাপক কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘অতীতে চৌদ্দগ্রামে যারা ক্ষমতায় ছিল, তারা সাধারণ মানুষের প্রতি অনেক জুলুম নির্যাতন চালানোর পাশাপাশি সমাজের শিক্ষিত ও আলেমদের মর্যাদা ভুলুণ্ঠিত করেছে। ভবিষ্যতে চৌদ্দগ্রামের সাধারণ মানুষের দিকে কেউ বাঁকা চোখে তাকালে কিংবা কাউকে অসম্মান করলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মু. আবদুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট শাহজাহান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুর রহমান, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা মু. মাহবুবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় যুব সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার সৈয়দ আবদুল্লাহ মু. তাসবীর, উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবির সভাপতি নাজমুল হাসান, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারি মু. আইউব আলী ফরায়েজী, কুমিল্লা দক্ষিণ জেলা যুব বিভাগের মু. জয়নাল আবেদীন, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, পৌর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল। কোরআন তেলাওয়াত করেন মাওলানা এম কে রায়হান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবির, যুববিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

আ’লীগ ১৬ বছরে দেশকে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও অপরাধীদের স্বর্গরাজ্য করেছিল- ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের

তারিখ : ১১:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মনোয়ার হোসেন।।
ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের। তিনি বলেন, পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতাসহ যত পরিবর্তন হয়েছে, তার অধিকাংশই যুবকদের নেতৃত্বে সংগঠিত হয়েছে। আজকের যুব সমাজ বাংলাদেশকে বিনির্মাণের জন্য ঐকবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি হাইস্কুল মাঠে জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশের মুক্তিকামী ছাত্র-যুবক ও সাধারণ জনতা এ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে হাসিনা ও তার দোসরদের দেশ থেকে পালাতে বাধ্য করেছেন।’

তিনি বলেন, ‘আমি চৌদ্দগ্রামে সংসদ সদস্য থাকাকালীন বেশ কিছু মৌলিক উন্নয়ন কর্মকাণ্ড করেছি। তার মধ্যে চৌদ্দগ্রামকে পৌরসভায় উন্নীতকরণ, সরকারি হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস ও ডিজিটাল টেলিফোন স্থাপন, প্রায় ৩৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ প্রদানসহ বড় বড় রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ভবন গড়ে তুলেছি। আগামীতে আবারো সুযোগ পেলে দলমত নির্বিশেষে চৌদ্দগ্রামের সকল মানুষের জন্য ইনসাফের ভিত্তিতে ব্যাপক কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘অতীতে চৌদ্দগ্রামে যারা ক্ষমতায় ছিল, তারা সাধারণ মানুষের প্রতি অনেক জুলুম নির্যাতন চালানোর পাশাপাশি সমাজের শিক্ষিত ও আলেমদের মর্যাদা ভুলুণ্ঠিত করেছে। ভবিষ্যতে চৌদ্দগ্রামের সাধারণ মানুষের দিকে কেউ বাঁকা চোখে তাকালে কিংবা কাউকে অসম্মান করলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মু. আবদুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট শাহজাহান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুর রহমান, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা মু. মাহবুবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় যুব সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার সৈয়দ আবদুল্লাহ মু. তাসবীর, উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবির সভাপতি নাজমুল হাসান, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারি মু. আইউব আলী ফরায়েজী, কুমিল্লা দক্ষিণ জেলা যুব বিভাগের মু. জয়নাল আবেদীন, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, পৌর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল। কোরআন তেলাওয়াত করেন মাওলানা এম কে রায়হান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবির, যুববিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।