০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত বুড়িচংয়ে হুইলচেয়ার, সেলাই মেশিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করলেন ড. মোবারক হোসেন ধানের শীষের প্রার্থী ড. মোশাররফ হোসেনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ শুরু

ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ কুমিল্লার যুবকের মৃত্যুর অভিযোগ

  • তারিখ : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 123

স্টাফ রিপোর্টার।।
ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মো. জাফর (৪০) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের চলংচল গ্রামে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী রোমের পর্তা মাজ্জোরে শহরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ছেলে মো. মেহেদী।

তিনি জানান, ওইদিন সকালে জাফর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবায় ফোন করেন তিনি। পরে চিকিৎসক এসে জাফরকে পর্যবেক্ষণ করে জানান যে হৃদরোগে তার হার্টের ধমনি ব্লক হয়ে গেছে।

মেহেদী অভিযোগ করেন, “এসময় হার্টের ধমনির ব্লক ছাড়াতে একটি ইনজেকশন দিলে কিছুসময় পরই জাফর মারা যান। পরে তার স্ত্রী লক্ষ্য করেন যে চিকিৎসকের ব্যবহৃত ওই ইনজেকশনটি গত মাসে অর্থাৎ ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

“এ ঘটনার দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ জাফরের মৃত্যুকে হৃদরোগ হিসেবে উল্লেখ করে একটি সনদ হস্তান্তর করেন তার পরিবারের কাছে।”

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আফিস আনাম সিদ্দিকী বলেন, “নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস ব্যবস্থা নেবে। যদি তারা লাশ বাংলাদেশে পাঠাতে চায়, তাহলে দূতাবাস তাদের সব ধরনের সাহায্য করবে।”

মেহেদী বলেন, “বাবার লাশ বাংলাদেশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি লাশ দেশে নেওয়ার জন্য।”

দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন মো. জাফর (৪০)। রোমে তার মুদি দোকান রয়েছে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে আছেন।

error: Content is protected !!

ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ কুমিল্লার যুবকের মৃত্যুর অভিযোগ

তারিখ : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
ইতালিতে ‘মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে’ এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মো. জাফর (৪০) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের চলংচল গ্রামে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী রোমের পর্তা মাজ্জোরে শহরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ছেলে মো. মেহেদী।

তিনি জানান, ওইদিন সকালে জাফর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবায় ফোন করেন তিনি। পরে চিকিৎসক এসে জাফরকে পর্যবেক্ষণ করে জানান যে হৃদরোগে তার হার্টের ধমনি ব্লক হয়ে গেছে।

মেহেদী অভিযোগ করেন, “এসময় হার্টের ধমনির ব্লক ছাড়াতে একটি ইনজেকশন দিলে কিছুসময় পরই জাফর মারা যান। পরে তার স্ত্রী লক্ষ্য করেন যে চিকিৎসকের ব্যবহৃত ওই ইনজেকশনটি গত মাসে অর্থাৎ ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

“এ ঘটনার দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ জাফরের মৃত্যুকে হৃদরোগ হিসেবে উল্লেখ করে একটি সনদ হস্তান্তর করেন তার পরিবারের কাছে।”

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আফিস আনাম সিদ্দিকী বলেন, “নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস ব্যবস্থা নেবে। যদি তারা লাশ বাংলাদেশে পাঠাতে চায়, তাহলে দূতাবাস তাদের সব ধরনের সাহায্য করবে।”

মেহেদী বলেন, “বাবার লাশ বাংলাদেশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি লাশ দেশে নেওয়ার জন্য।”

দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন মো. জাফর (৪০)। রোমে তার মুদি দোকান রয়েছে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে আছেন।