জহিরুল হক বাবু।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ব্যাপক গণসংযোগ ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন। তার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ ডিসেম্বর) নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার, সেলাইমেশিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে ড. মোবারক হোসাইন বুড়িচং পূর্বপাড়ার হিন্দু ধর্মাবলম্বী ৮টি দরিদ্র পরিবারের মাঝে গৃহ নির্মাণের টিন, পালা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পরে তিনি আরাগ আনন্দপুর গ্রামের দুটি অসচ্ছল পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন, যা দিয়ে তারা নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে জানান। একই দিন পূর্ণমতি গ্রামের একজন হাঁটতে অক্ষম ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করেন প্রার্থী।
সহায়তা সামগ্রী দেওয়ার সময় স্থানীয় জনগণ তাকে ধন্যবাদ জানালে ড. মোবারক হোসাইন বলেন, “মানবিক সহায়তা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কষ্ট লাঘব করা। আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। যদি জনগণ আমাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করেন, তবে এই এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি রক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, “বুড়িচং-ব্রাহ্মণপাড়ার প্রতিটি পরিবারই আমার কাছে গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি উন্নত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার অঙ্গীকার।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, ড. মোবারক হোসাইন নিয়মিত মাঠে থেকে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিচ্ছেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়ছে।






