নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
ইয়ামাহা রাইডার্স ক্লাব কুমিল্লা’র পক্ষ থেকে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ,গণপরিবহনে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাটানোসহ ডেঙ্গু প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে (১২ আগস্ট) ইয়ামাহা রাইডার্স ক্লাব কুমিল্লা’র জনসচেতনতামূলক কর্মকান্ডের উদ্বোধন করেন কুমিল্লা ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাইফুল ইসলামসহ অতিথিবৃন্দ।
এ সময় অতিথিরা বলেন, দেশের এ ক্লান্তিকালে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে “ইয়ামাহা রাইডার্স ক্লাব” যে উদ্যোগটি নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। সরকারের নির্দেশনা অনুসরন করে স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলাচলের অনুরোধ করেন তিনি। এ সময় সকল বাইকারদেরকে বাইক চালানোর সময় হেলমেট পরিধান করার আহবান জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন- ইয়ামাহা মার্কেটিং অফিসার নাঈম হোসেন,ইয়ামাহা রাইডার্স ক্লাবের রাকিব, সানি,নাফি,মেরাজ,আশিক, রাফি, অপি,সজিব,রায়হান ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন ।
আরো দেখুন:You cannot copy content of this page