এইডস প্রতিরোধ, সচেতনতা বিষয়ে ‘‘আমিও জানতে চাই” মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
এইচ আইভি/এইডস প্রতিরোধ,সচেতনতা বিষয়ে আমিও জানতে চাই । স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী, কাউন্সেলর, আইনজীবী, সাংবাদিক, নার্স এবং ডিআইসিএস অবস্থিত জেলা পর্যায়ে অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অ্যাডভোকেসি মিটিং গত ২৬ সেপ্টেম্বর সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এইচআইভি এইডস প্রতিরোধে ও জনসচেতনতায় হিজরাদের নিয়ে কাজ করা সংগঠন “বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ” কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কর্মকর্তা আহমেদ মনজুরুল ইসলাম।

এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেনারেল হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ নাজমুল আলম, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রওশনারা আক্তার, মেডিকেল অফিসার ডাক্তার হুমায়রা তাবাসসুম,ডাক্তার মোঃ আব্দুল করিম খন্দকার, ডাক্তার ফাতিমা আক্তার, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নজিবুল্লাহ, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি সাংবাদিক ওমর ফারুকী তাপস।

আরো বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রীতি হিজরা ও টুম্পা হিজরা।

অনুষ্ঠানের শুরুতে এইচ আইভি/এইডস প্রতিরোধ,সচেতনতা বিষয়ে ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর প্রোগ্রাম স্পেশালিস্ট আবু শামা মোঃ আর ইমরান ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি র ম্যানেজার সাইদুর রহমান।

এইচ আইভি/এইডস প্রতিরোধ,সচেতনতা ও এই জীবানুটি কিভাবে ছড়ায় তা তুলে ধরে বক্তব্য রাখেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page