এসএসসি পরীক্ষায় কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজর বিস্ময়কর সাফল্য

মাহফুজ নান্টু, কুমিল্লা।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বিস্ময়কর সফলতা পেয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ। এ বছর ২৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৭৫ টি এ প্লাসসহ পাসের হার শতভাগ।

অভাবনীয় সাফল্যর বিষয়ে অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ভালো ফলাফলের পূর্বশর্ত হলো অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সমন্বয় করা। ক্লাশের পাশাপাশি আমরা অভিভাবকদের সাথেও লেখাপড়ার মানোন্নয়নে নিয়মিত যোগাযোগ করি। এমন পদক্ষেপ আমাদের ভালো ফলাফলের সহায়ক হিসেবে কাজ করে। সাফল্যর ধারা অব্যহত রাখতে আমরা সচেষ্ট রয়েছি।

এদিকে ভালো ফলাফলে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন কুমিল্লা জেলা প্রশাসক পত্নী মাহমুদা খানম যুথী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী।

ভালো ফলাফলের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনাকালে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাশ করেছে। তারা চেষ্টা করেছে। শিক্ষকরা তাদের কাজটি করতে পেরেছে। সব মিলিয়ে চমৎকার টিম ওয়ার্ক ছিলো। পাশাপাশি আরেকটি বিষয় এবার কুমিল্লা জেলাতেও ফলাফল ভালো হয়েছে। বিষয়টি আনন্দের। সাফল্যর ধারা অব্যহত রাখতে কুমিল্লা জেলা প্রশাসন বদ্ধপরিকর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page