কংশনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জনপ্রতি ৫০ হাজার টাকা দিলেন সাজ্জাদ হোসেন

মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কংশনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতি সাধিত এলাকা গত শনিবার বিকেলে পরিদর্শন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

তিনি আগুনে পুড়ে যাওয়া ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের কে শান্তনা দেন।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কংশনর বাজার উন্নয়নে এবং ব্যবসায়ীদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। ব্যবসায়ীদের কে সাহস নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বলেন । পরিদর্শন শেষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. আবুল খায়ের, মাসুদুজ্জামান মাসুম, আব্দুল আলিম, সালাহ উদ্দিন, হাজী আবুল হাসেম, সালমা আক্তার পারভীন, আতিকুর রহমান,আতাউর রহমান মিহির, রাসেদুল ইসলাম সুমন, ইকবাল হোসেন, সুলতান আহমদ, জহিরুল ইসলাম, অহিদুর রহমান অকি, ফারুক আহমেদ ফটিক,, সফিকুল ইসলাম, আসিফ আকবর, তোফায়েল, জাকির হোসেন প্রমূখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page