কুবিতে শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নায়িম-তোফাজ্জল

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহিনুর রহমান নায়িম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. তোফাজ্জল হোসেন।

বুধবার (৩ জুলাই ) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হুমায়রা তাজরিন লামিয়াহ্, মহিউদ্দিন নাইম, সহ-সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, অর্থ বিষয়ক সম্পাদক মেরিনা আক্তার, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, জাকিয়া সুলতানা, দপ্তর সম্পাদক শিশির আহমেদ সৈকত, প্রচার সম্পাদক সুমন মৃধা, আইন বিষয়ক সম্পাদক মো. সুমন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান হৃদয়, রিমা, প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ আজম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেজওয়ানুল আমিন সিয়াম, ইসমতআরা মিমি, মো. সাকিব আল হাসান, সৈকত হাসান জয়, মো. শান্ত, সৈয়দ রাসেল ও হাসান প্রমুখ।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page