ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবাসিক হলে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট বন্টন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড হুমায়ুন কবির ।
তিনি জানান সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গুলো হলো, আগামী ১১ আগষ্ট থেকে হল খুলে দেওয়া হবে ( অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ কোন শিক্ষার্থী হলে থাকতে পারবে না), মেধার ভিত্তিতে সিট বন্টন করা হবে, ১২ আগষ্ট থেকে অনলাইনে ক্লাস এবং ২৫এ আগষ্ট থেকে সরাসরি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত ১৬ জুলাই সারা দেশে সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আরো দেখুন:You cannot copy content of this page