বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল আজ রোববার (২৭ এপ্রিল) রাত ১২টার পর প্রকাশিত হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখতে পারবেন বলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে পাসের হার ৫০ শতাংশ। বিভাগের ভিত্তিতে কলা ও মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.২৫, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭২.৫০ এবং বিজ্ঞান বিভাগ থেকে ৭০.২৫। এছাড়া পরীক্ষার্থীরা আগামীকাল সোমবার দুপুর থেকে অনলাইনে সাবজেক্ট চয়েস করতে পারবেন।
গত শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২১টি কেন্দ্রে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৭৯৩ জন, যার মধ্যে উপস্থিত ছিলেন ১৬ হাজার ৭৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৩৩২ জন।
উত্তীর্ণদের মধ্যে কলা ও মানবিক বিভাগে ৬ হাজার ৮৫৬ জন, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২৪ জন।
আরো দেখুন:You cannot copy content of this page