০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু

  • তারিখ : ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • 42

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে৷

মঙ্গলবার (১লা মার্চ) বিকেলে ৫টায় স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌস।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প। এতে ৫টি তাঁবুতে নির্মল, বিশ্বাসী, বিনয়ী, প্রফুল্ল এবং বন্ধু এই ৫টি উপদলে বিভক্ত হয়ে প্রায় ৬০ জন রোভার অংশগ্রহণ করেছে। এই ক্যাম্প চলাকালীন রোভারদেরকে স্কাউটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা হবে। এবং ৩রা মার্চ তথা ক্যাম্পের শেষের দিন রোভারগণ দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হবে।

তিনদিন ব্যাপি এই ক্যাম্পিংয়ের অংশ হিসেবে হাইকিং সহ রোভার সম্পর্কিত বিভিন্ন অনুশীলন ও রোভার স্কাউটের সিলেবাস ভিত্তিক নানান কার্যক্রমের আয়োজন করা হয়েছে৷

এছাড়াও আগামী ২রা মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোভারদের পরিবেশনায় থাকবে মহা তাঁবু জলসার আয়োজন৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত থাকবেন৷

রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার জিয়া উদ্দিন বলেন, নবীন রোভারদের শপথ গ্রহণ উপলক্ষ্যে আজকের এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোভারদেরকে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে কাজ করতে হবে৷ এই ক্যাম্পের মাধ্যমে রোভাররা একজন আদর্শ সেবক হিসেবে বিশ্ব রোভার স্কাউটে নিজেদের পরিচয় দিতে সক্ষম হবে।

গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌস বলেন, স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র সুন্দর করার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে তাই সমৃদ্ধ জাতি গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন। ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য আজকের এই ক্যাম্প। ভবিষ্যতে আমরা এ ধরণের ক্যাম্প আরো করবো। এসময় তিনি রোভারদের সুশৃঙ্খল থাকার জন্য আহ্বান করেন৷

সিনিয়র রোভারমেট আব্দুর রহমান বলেন, অনেকদিনের স্বপ্ন ছিলো আমাদের ইউনিটের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনটি করার। রোভারদেরকে স্কাউটিং বিষয়ে দক্ষ করে তোলার জন্যই এই আয়োজন হতে যাচ্ছে।

উল্লেখ্য, রোভার স্কাউটের সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)। যা অর্জনের জন্য সিলেবাস ভিত্তিক বিভিন্ন স্তর ও কার্যক্রম সম্পন্ন করতে স্কাউট সদস্যদের। প্রথমদিকে রোভাররা থাকে সহচর স্তরে। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি ও দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হয়।

error: Content is protected !!

কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু

তারিখ : ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে৷

মঙ্গলবার (১লা মার্চ) বিকেলে ৫টায় স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌস।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প। এতে ৫টি তাঁবুতে নির্মল, বিশ্বাসী, বিনয়ী, প্রফুল্ল এবং বন্ধু এই ৫টি উপদলে বিভক্ত হয়ে প্রায় ৬০ জন রোভার অংশগ্রহণ করেছে। এই ক্যাম্প চলাকালীন রোভারদেরকে স্কাউটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা হবে। এবং ৩রা মার্চ তথা ক্যাম্পের শেষের দিন রোভারগণ দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হবে।

তিনদিন ব্যাপি এই ক্যাম্পিংয়ের অংশ হিসেবে হাইকিং সহ রোভার সম্পর্কিত বিভিন্ন অনুশীলন ও রোভার স্কাউটের সিলেবাস ভিত্তিক নানান কার্যক্রমের আয়োজন করা হয়েছে৷

এছাড়াও আগামী ২রা মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোভারদের পরিবেশনায় থাকবে মহা তাঁবু জলসার আয়োজন৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত থাকবেন৷

রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার জিয়া উদ্দিন বলেন, নবীন রোভারদের শপথ গ্রহণ উপলক্ষ্যে আজকের এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোভারদেরকে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে কাজ করতে হবে৷ এই ক্যাম্পের মাধ্যমে রোভাররা একজন আদর্শ সেবক হিসেবে বিশ্ব রোভার স্কাউটে নিজেদের পরিচয় দিতে সক্ষম হবে।

গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌস বলেন, স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র সুন্দর করার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে তাই সমৃদ্ধ জাতি গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন। ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য আজকের এই ক্যাম্প। ভবিষ্যতে আমরা এ ধরণের ক্যাম্প আরো করবো। এসময় তিনি রোভারদের সুশৃঙ্খল থাকার জন্য আহ্বান করেন৷

সিনিয়র রোভারমেট আব্দুর রহমান বলেন, অনেকদিনের স্বপ্ন ছিলো আমাদের ইউনিটের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনটি করার। রোভারদেরকে স্কাউটিং বিষয়ে দক্ষ করে তোলার জন্যই এই আয়োজন হতে যাচ্ছে।

উল্লেখ্য, রোভার স্কাউটের সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)। যা অর্জনের জন্য সিলেবাস ভিত্তিক বিভিন্ন স্তর ও কার্যক্রম সম্পন্ন করতে স্কাউট সদস্যদের। প্রথমদিকে রোভাররা থাকে সহচর স্তরে। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি ও দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হয়।