কুমিল্লায় অনুষ্ঠিত হলো অ্যাম্বিশন ৪র্থ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপি অ্যাম্বিশান ৪র্থ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও অ্যাম্বিশান ইন্টারন্যাশনাল চেস একাডেমির আয়োজনে শুক্রবার ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাত দত্ত স্টেডিয়ামে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১জন ভারতীয় দাবাড়ুসহ এ প্রতিযোগিতায় নারী-পুরুষসহ ৫৮জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসেসিয়েশনের সভাপতি নাজমুল আহসান ফারুক রোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল­া জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কাউন্সিলর দেলোয়ার হোসেন জাকির।

টুর্নামেন্ট এর চীফ অরবিটার এর দায়িত্ব পালন করেন ন্যাশনাল আরবিটর মোঃ রবিউল হোসেন ও সহযোগী অরবিটার এর দায়িত্ব পালন করেন সালেহা চৌধুরী শিলা।

শুক্রবার দাবা প্রতিযোগিতার প্রথম দিনে তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ পয়েনট নিয়ে সম্মিলিত প্রথম তালিকায় আছেন ক্যান্ডিডেট মাস্টার মাসুম হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোঃ আনিসুজ্জামান মলি­ক, ুসরাত জাহান লিজা, রুবেল হোসেন ও ভারতীয় ক্ষুদে দাবাড়ু আরাধিয়া দাস।

শনিবার একই ভেন্যুতে প্রতিযোগিতার বাকি ২রাউন্ড অনুষ্ঠিত হবে। এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page