কুমিল্লায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে যুবলীগ নেতা জয়নাল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া উত্তর পাড়া এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ঘর নির্মাণের সামগ্রী ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে এ গৃহনির্মাণ সামগ্রী ঢেউটিন তুলে দেন কুমিল্লা সদর আসনের সাংসদ এমপির বাহারের একনিষ্ঠ কর্মী এবং কুসিক মেয়র ডা. তাহসিন বাহার সুচনার আস্থাভাজন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবলীগের দায়িত্ব প্রাপ্ত ও প্রভাবশালী নেতা মোঃ জয়নাল আবেদিন।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা যুবলীগ নেতা: বাদল, মো. লিটন, সুমন, ইঞ্জিনিয়ার রবিউল আহমেদ সৌরভ, পলিন, ইজাজ,খাইরুল, খলিল, আকাশ, সাইফুল, সিফাতসহ আরোও অনেকে।

ক্ষতিগ্রস্ত সুমন মিয়া জানান, গেলো রবিবার(২১ এপ্রিল) দিনের বেলায় যখন কেউ বাসায় ছিলো না। তখন হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে তার বাসায়। এ খবরে তিনি দোকান থেকে বাসায় এসেও শেষ অবদি কিছুই বাঁচাতে পারেননি। সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন তিনি চার ছেলেমেয়ে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এমতাবস্থায় তিনি সকলের সহযোগিতা চান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page