০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধ ইটভাট ‘‘মেসার্স বিএমবি ব্রিকসের’’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ কুমিল্লার ৯ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; ২টি শরিক দলের জন্য ছাড় বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুমিল্লায় কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিদ্যালয়ের এক বছর পূর্তি উদযাপন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভা সরকারের জনবান্ধব উদ্যোগ মানুষকে জানাতে হবে -জেলা প্রশাসক আমিরুল কায়ছার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায়, কিশোর গ্যাং এর ২৪ সদস্য গ্রেফতার ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কুমিল্লার শিক্ষার্থী জুবায়েদ নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুমিল্লায় আম গাছে বাঁধা অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • তারিখ : ০৮:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 46

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় আম গাছে বাঁধা অবস্থায় সবদর আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, হত্যা করে ওই ব্যবসায়ীকে গাছে বেঁধে রাখা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিপাড়া আহম আলীর পুকুর পাড়ের আম গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

চার সন্তানের জনক সব্দর আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

মৃতের পারিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন সব্দর আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকাল ৮টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে মালেক নামের এক ব্যক্তি ঘাঁষ কাটতে গিয়ে পুকুর পাড়ে আম গাছে সব্দর আলীর মরদেহ দেখে। পরে পরিবার ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

সব্দর আলীর স্ত্রী রীনা আক্তার বলেন, ‘মাত্র তিন ফুট উচ্চতায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ফাঁসিতে ঝুলে কীভাবে? তার পা ও শরীর মাটিতে আর গলা রশির সঙ্গে বাধা ছিল। তার আত্মহত্যা করার কোনো কারণ দেখছি না। তার সঙ্গে কারও বিরোধও নেই।’

চান্দিনা থানার এসআই ইমাম হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যেভাবে তাকে পেয়েছি সেভাবে কোনো মানুষ ফাঁস নিতে পারে না। তবে মরদেহের প্রাথমিক তদন্তে ফাঁসির আলামতও পাওয়া যায়। বিষয়টি নিয়ে আমরাও সন্দীহান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা নিশ্চিতভাবে বলা যাবে না।’

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে একটি মামলা করেছেন। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।’

error: Content is protected !!

কুমিল্লায় আম গাছে বাঁধা অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

তারিখ : ০৮:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় আম গাছে বাঁধা অবস্থায় সবদর আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, হত্যা করে ওই ব্যবসায়ীকে গাছে বেঁধে রাখা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিপাড়া আহম আলীর পুকুর পাড়ের আম গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

চার সন্তানের জনক সব্দর আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

মৃতের পারিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন সব্দর আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকাল ৮টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে মালেক নামের এক ব্যক্তি ঘাঁষ কাটতে গিয়ে পুকুর পাড়ে আম গাছে সব্দর আলীর মরদেহ দেখে। পরে পরিবার ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

সব্দর আলীর স্ত্রী রীনা আক্তার বলেন, ‘মাত্র তিন ফুট উচ্চতায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ফাঁসিতে ঝুলে কীভাবে? তার পা ও শরীর মাটিতে আর গলা রশির সঙ্গে বাধা ছিল। তার আত্মহত্যা করার কোনো কারণ দেখছি না। তার সঙ্গে কারও বিরোধও নেই।’

চান্দিনা থানার এসআই ইমাম হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যেভাবে তাকে পেয়েছি সেভাবে কোনো মানুষ ফাঁস নিতে পারে না। তবে মরদেহের প্রাথমিক তদন্তে ফাঁসির আলামতও পাওয়া যায়। বিষয়টি নিয়ে আমরাও সন্দীহান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা নিশ্চিতভাবে বলা যাবে না।’

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে একটি মামলা করেছেন। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।’