তিতাস প্রতিনিধি।।
কুমিল্লায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার।
এসময় তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘরে রাখা ৩০পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। চম্পা বেগমের বিরুদ্ধে ১০মাদক মামলা ও জয় সরকারের বিরুদ্ধে ১০টি মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page