জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের ঐকতা—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পারোয়ারা আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। এছাড়া বক্তব্য দেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি জামিলুর রহমান তানিম ও সাব্বির আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ঈমাম মুফতি আবু মুসা, সাবেক উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুলতান আহমেদ, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় দুর্নীতিবিরোধী চেতনা জোরদার ও তরুণ সমাজকে সুশাসন প্রতিষ্ঠায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।











