কুমিল্লায় ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা; সভাপতি- সেলিম, সম্পাদক- মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য(২০২৪-২৫) ঘোষিত কমিটিতে জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সিকে সভাপতি এবং ডেইলি ট্রাইবুন্যাল ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি এইচ এম মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু সকলের সম্মতির ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার এড. সুদীপ রায়, দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান ও মেগোতীর প্রধান সম্পাদক আসিফ মান্না। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক যায় যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি শাহ ইমরান ও ডেইলি স্টেইটের প্রতিনিধি রেজাউল করিম রাসেল। সাংগাঠনিক সম্পাদক পদে ৩ জন হলেন দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো: রাসেল সোহেল, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইসতিয়াক আহমেদ ও দৈনিক আজকের কুমিল্লার সিনিয়র রিপোর্টার সালাহউদ্দিন সোহেল।

কোষাধ্যক্ষ পদে চ্যানেল বাংলাদেশের স্টাফ রিপোর্টার জুয়েল খন্দকার, দপ্তর সম্পাদক পদে এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, ক্রীড়া সম্পাদক পদে জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নাছরিন আক্তার , সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক পদে সাবিয়া সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল, আইটি বিষয়ক সম্পাদক ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা, আমোদ-প্রমোদ সম্পাদক পদে চ্যানেল বাংলাদেশের বি এম মহিউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের শিরোনামের প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না।

নির্বাহী সদস্যরা হলেন বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, কুমিল্লা টোয়েন্টি ফোরের সিইও তামজিদ হোসেন লিপু, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো: আলাউদ্দিন, কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, জাগরণী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক ও দৈনিক সংবাদের সৈয়দ রাজীব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page