০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পক্ষে মামলা লড়বেন না কোনো আইনজীবী

  • তারিখ : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 56

স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লা জেলার সরকারি আইনজীবীরা।

সোমবার (২৮ এপ্রিল) জেলার সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

এতে লেখা হয়, এতদ্বারা কুমিল্লা জেলার সব সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিগণকে জানানো যাইতেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা গেলো।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ওই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন হয়েছে। এখনো বহু মানুষ হাসপাতালে পঙ্গু হয়ে ঘুরছে। আমি শুনেছি, আমাদেরই অনেক আইনজীবী আন্দোলনের ঘটনায় হওয়া মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন। তাদের মৌখিকভাবেও বলেছি। এখন তারা তাদের আত্মীয়স্বজন বলে আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন। কিশোর গ্যাং এবং শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর জন্য আমরা জেলার সব আইনজীবীকে লিখিত নির্দেশনা দিয়েছি।

error: Content is protected !!

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পক্ষে মামলা লড়বেন না কোনো আইনজীবী

তারিখ : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লা জেলার সরকারি আইনজীবীরা।

সোমবার (২৮ এপ্রিল) জেলার সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

এতে লেখা হয়, এতদ্বারা কুমিল্লা জেলার সব সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিগণকে জানানো যাইতেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা গেলো।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ওই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন হয়েছে। এখনো বহু মানুষ হাসপাতালে পঙ্গু হয়ে ঘুরছে। আমি শুনেছি, আমাদেরই অনেক আইনজীবী আন্দোলনের ঘটনায় হওয়া মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন। তাদের মৌখিকভাবেও বলেছি। এখন তারা তাদের আত্মীয়স্বজন বলে আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন। কিশোর গ্যাং এবং শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর জন্য আমরা জেলার সব আইনজীবীকে লিখিত নির্দেশনা দিয়েছি।