১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লায় ঘর থেকে কিশোরীর লাশ উদ্ধার; পরিবার বলছে জ্বিনের আসরে মৃত্যু

  • তারিখ : ১০:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 52

আক্কাস আল মাহমুদ হৃদয়।।
কুমিল্লার বুড়িচংয়ে হাবিবা আক্তার নামে ১২ বছরের এক কিশোরীর লাশ বসত ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে জ্বিনের আসরে মৃত্যুবরণ করেছে।

এ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।নিহত হাবিবা আক্তার সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী ছিলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ অমর দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর নীড় বাড়ির গরু ব্যবসায়ী শাহ জালালের মেয়ে হাবিবা আক্তার (১২) এর লাশ বসতঘরে রহস্যজনক ভাবে পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সাংবাদিকরা মৃত্যুর কারণ জানতে চাইলে তরুণীর বাবা শাহ-জালাল ও চাচা মালদ্বীপ প্রবাসী নাজমুল হোসেন বলেন, আমরা ঘরে ছিলাম না, দুপুরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি হাবিবার লাশ। কিন্ত কি ভাবে মারা গেছে আমরা তা বলতে পারছি না।মনে হয় জ্বিনের আসরে মারা গেছে। এসব কথা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে একাধিক সূত্রে জানা যায়, হাবিবা আক্তারের স্কুলের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। ওই দিন স্কুলে যেন না যেতে পারে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখার কারণেই রাগান্বিত হয়ে সে আত্মহত্যা করে। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ছড়িয়ে দিচ্ছে জ্বিনের আসরে মারা গেছে।

স্থানীয়রা আরো জানায়, সাংবাদিকরা সংবাদ সংগ্রহকালে ছবি ও ভিডিও করতে বাঁধা প্রদান করেন চাচা নাজমুল হোসেন। ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে নিহতের পরিবার। স্থানীয় ইউপি সদস্য দুলাল বলেন, আমি প্রাথমিক ভাবে আশেপাশের মানুষ থেকে শুনেছি স্কুল ছাত্রী আত্মহত্যা করে মারা গেছে। রহস্যজনক থাকলে পুলিশ বলতে পারবে।

এ বিষয়ে দেবপুর ফাঁড়ির ইনচার্জ অমর দাস জানায়, সন্দেহ ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ওসি আজিজুল হক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রির্পোট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।

error: Content is protected !!

কুমিল্লায় ঘর থেকে কিশোরীর লাশ উদ্ধার; পরিবার বলছে জ্বিনের আসরে মৃত্যু

তারিখ : ১০:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আক্কাস আল মাহমুদ হৃদয়।।
কুমিল্লার বুড়িচংয়ে হাবিবা আক্তার নামে ১২ বছরের এক কিশোরীর লাশ বসত ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে জ্বিনের আসরে মৃত্যুবরণ করেছে।

এ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।নিহত হাবিবা আক্তার সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী ছিলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ অমর দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর নীড় বাড়ির গরু ব্যবসায়ী শাহ জালালের মেয়ে হাবিবা আক্তার (১২) এর লাশ বসতঘরে রহস্যজনক ভাবে পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সাংবাদিকরা মৃত্যুর কারণ জানতে চাইলে তরুণীর বাবা শাহ-জালাল ও চাচা মালদ্বীপ প্রবাসী নাজমুল হোসেন বলেন, আমরা ঘরে ছিলাম না, দুপুরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি হাবিবার লাশ। কিন্ত কি ভাবে মারা গেছে আমরা তা বলতে পারছি না।মনে হয় জ্বিনের আসরে মারা গেছে। এসব কথা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে একাধিক সূত্রে জানা যায়, হাবিবা আক্তারের স্কুলের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। ওই দিন স্কুলে যেন না যেতে পারে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখার কারণেই রাগান্বিত হয়ে সে আত্মহত্যা করে। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ছড়িয়ে দিচ্ছে জ্বিনের আসরে মারা গেছে।

স্থানীয়রা আরো জানায়, সাংবাদিকরা সংবাদ সংগ্রহকালে ছবি ও ভিডিও করতে বাঁধা প্রদান করেন চাচা নাজমুল হোসেন। ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে নিহতের পরিবার। স্থানীয় ইউপি সদস্য দুলাল বলেন, আমি প্রাথমিক ভাবে আশেপাশের মানুষ থেকে শুনেছি স্কুল ছাত্রী আত্মহত্যা করে মারা গেছে। রহস্যজনক থাকলে পুলিশ বলতে পারবে।

এ বিষয়ে দেবপুর ফাঁড়ির ইনচার্জ অমর দাস জানায়, সন্দেহ ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ওসি আজিজুল হক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রির্পোট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।