কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ ফাইনালে ছেলেদের খেলায় বিজয়ী হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগ ও মেয়েদের খেলায় বিজয়ী হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের খেলায় মুখোমুখি হয় মার্কেটিং বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হন সিএসই বিভাগের মেয়েরা।
অন্যদিকে ছেলেদের খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। এ খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২-০ সেটে জয় লাভ করে।
মেয়েদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সিএসই বিভাগের নবনীতা পাল রিদি এবং ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে একই বিভাগের সাবরিনা তাসনিম মনিকা। ছেলেদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ সিদ্দিকী এবং ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফারদিন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।










