কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, সোমবার দিবাগত (১০ জুলাই) মধ্যরাতে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাদ্দাম হোসেন (৩৫) নগরীর উনাইসার এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি জেলার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেওয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন। মোবাইল ফোন চুরির ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ওসি বলেন, ‘শুনেছি সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে সাদ্দামকে পিটিয়েছে জনতা। বেধড়ক পিটুনিতে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page