কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুজন গ্রেপ্তার

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে হত্যা মাললায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুজন হাওলাদাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সুজন উপজেলার বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করা হয়। সুজন হাওলাদার (২৮) উপজেলার ১ নম্বর বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের হাওলাদারবাড়ির অভিত মিয়া হাওলাদারের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেবিদ্বারে নিহত রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

জনা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবিদ্বারে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় সুজন হাওলাদারের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুজন হাওলাদার রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তদন্তকালে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page