কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মঙ্গলবার রাত দেড়টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পরিহলপাড়া থেকে কাবিলা বাজার রোডের একটি নার্সারির ঝুপের মধ্যে একদল ডাকাত লুকিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জামশেদুল আলম লিটন সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের অভিযানে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ ৫ ডাকাতকে আটক করে।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মনির হোসেন প্রকাশ্যে মুন্না, আবু বক্কর, মোহাম্মদ হেলাল হোসেন, দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীন, বরুড়া উপজেলার বাহার উদ্দিন সজীব।

এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার পুলিশ।

এ ঘটনায় আটককৃত পাঁচজন, পলাতক তিনজন ও অজ্ঞাত ৫/৬ জনের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page