০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০% কুমিল্লা বোর্ডের ৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু টানা ১৪ বছর কুমিল্লা বোর্ডসেরা সোনার বাংলা কলেজ; শতভাগ পাস, ১৪৮ জন জিপিএ-৫ জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম; ডাক্তার হওয়ার স্বপ্ন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স পাঠানো বন্ধের হুমকি প্রবাসীদের

কুমিল্লায় ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নারীর মৃত্যু

  • তারিখ : ০৯:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 68

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা (নোয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মরিচা গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেন জানান, বিকালে আলেয়া বেগম নিজ জমিতে ধান কাটার পর ক্ষেতেই ধান মাড়াই করছিলেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, “জমি থেকে ধান কেটে সবাই মাড়াইয়ের কাজ করছিলাম। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হয়, এরপর বজ্রপাতে আমার স্ত্রীর মৃত্যু হয়।”

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বজ্রপাতে একজন নারী মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, “বজ্রপাতে নিহত নারীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে পরিবারের খোঁজ নিচ্ছি।”

error: Content is protected !!

কুমিল্লায় ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নারীর মৃত্যু

তারিখ : ০৯:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা (নোয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মরিচা গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেন জানান, বিকালে আলেয়া বেগম নিজ জমিতে ধান কাটার পর ক্ষেতেই ধান মাড়াই করছিলেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, “জমি থেকে ধান কেটে সবাই মাড়াইয়ের কাজ করছিলাম। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হয়, এরপর বজ্রপাতে আমার স্ত্রীর মৃত্যু হয়।”

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বজ্রপাতে একজন নারী মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, “বজ্রপাতে নিহত নারীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে পরিবারের খোঁজ নিচ্ছি।”