০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কুমিল্লায় নির্জন ফসলি মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ০৪:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 33

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে একটি নির্জন ফসলি মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জাফরগঞ্জের দোয়াই জলা নামে একটি ফসলের মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– জাফরগঞ্জের হাজী আলি মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (৩২); খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রুহুল আমিনের ছেলে মোহন মিয়া (৩৫)। তারা জাফরগঞ্জের স্থানীয় একটি ডিশ ক্যাবল নেটওয়ার্কের কাজ করতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহিন।

স্থানীয় আরিফ হোসেন ও আব্দুর রহিম বলেন, ‘সকাল ৭টায় আমার শুনতে পাই লাশের খবর। পরে জমিতে এসে দেখি লাশ। ধানক্ষেতের পাশের একটি খালি জায়গায় খড় বিছানো। খড়ের ওপর হয়ে পড়ে ছিল দুই লাশ।’

জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পাই, আমার বাড়ির পাশের একটি ধানের জমিতে দুটি লাশ পাওয়া গেছে। তখন আমি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দিই।’

জাফরগঞ্জ ডিশ ক্যাবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ বদিউল আলম বলেন, ‘মনির আট ও মোহন চার বছর ধরে আমার অফিসে কাজ করতো। শনিবার সন্ধ্যা ৭টায় দুই জনসহ আমার সবাই একসঙ্গে খাবার খাই। পরে তারা যে যার মতন চলে যায়। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।’

দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহিন বলেন, ‘আমরা দুটি লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। দুই জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তাদের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একজনের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আমরা খুব দ্রুতই এই মারা যাওয়ার রহস্য উদঘাটন করবো।’

error: Content is protected !!

কুমিল্লায় নির্জন ফসলি মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার

তারিখ : ০৪:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে একটি নির্জন ফসলি মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জাফরগঞ্জের দোয়াই জলা নামে একটি ফসলের মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– জাফরগঞ্জের হাজী আলি মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (৩২); খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রুহুল আমিনের ছেলে মোহন মিয়া (৩৫)। তারা জাফরগঞ্জের স্থানীয় একটি ডিশ ক্যাবল নেটওয়ার্কের কাজ করতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহিন।

স্থানীয় আরিফ হোসেন ও আব্দুর রহিম বলেন, ‘সকাল ৭টায় আমার শুনতে পাই লাশের খবর। পরে জমিতে এসে দেখি লাশ। ধানক্ষেতের পাশের একটি খালি জায়গায় খড় বিছানো। খড়ের ওপর হয়ে পড়ে ছিল দুই লাশ।’

জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পাই, আমার বাড়ির পাশের একটি ধানের জমিতে দুটি লাশ পাওয়া গেছে। তখন আমি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দিই।’

জাফরগঞ্জ ডিশ ক্যাবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ বদিউল আলম বলেন, ‘মনির আট ও মোহন চার বছর ধরে আমার অফিসে কাজ করতো। শনিবার সন্ধ্যা ৭টায় দুই জনসহ আমার সবাই একসঙ্গে খাবার খাই। পরে তারা যে যার মতন চলে যায়। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।’

দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহিন বলেন, ‘আমরা দুটি লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। দুই জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তাদের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একজনের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আমরা খুব দ্রুতই এই মারা যাওয়ার রহস্য উদঘাটন করবো।’