০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী হত্যা; ৭ জনের ফাঁসি

  • তারিখ : ০৯:১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • 49

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনা উপজেলায় ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই খুন হন হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়া। ওইদিন দুপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে তার হাত-পা কেটে ধনিয়া ক্ষেতে ফেলে রাখা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যান তিনি।

এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে ওইদিনই হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছেন। বিচারক সাতজনকে প্রাণদণ্ড, সাতজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন এবং খালাসপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন বলে জানান আইনজীবী।

কামরুজ্জামান কাজল বলেন, “সাদেক মিয়া মৃত্যুর আগে হাসপাতালে ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দিয়েছেন।”

মামলার বাদী রেখা আক্তার বলেন, “আসামিরা সবাই সাদেক মিয়া পূর্বপরিচিত। পাওনা টাকা না দিতেই তারা সাদেক মিয়াকে পরিকল্পনা করে হত্যা করে।”

পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে আদালতের রায় কার্যকরের দাবি জানান বাদী।

error: Content is protected !!

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী হত্যা; ৭ জনের ফাঁসি

তারিখ : ০৯:১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনা উপজেলায় ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই খুন হন হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়া। ওইদিন দুপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে তার হাত-পা কেটে ধনিয়া ক্ষেতে ফেলে রাখা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যান তিনি।

এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে ওইদিনই হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছেন। বিচারক সাতজনকে প্রাণদণ্ড, সাতজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন এবং খালাসপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন বলে জানান আইনজীবী।

কামরুজ্জামান কাজল বলেন, “সাদেক মিয়া মৃত্যুর আগে হাসপাতালে ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দিয়েছেন।”

মামলার বাদী রেখা আক্তার বলেন, “আসামিরা সবাই সাদেক মিয়া পূর্বপরিচিত। পাওনা টাকা না দিতেই তারা সাদেক মিয়াকে পরিকল্পনা করে হত্যা করে।”

পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে আদালতের রায় কার্যকরের দাবি জানান বাদী।