কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা; চারজনের মৃত্যুদণ্ড

জহিরুল হক বাবু।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু ( ২২) কে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে বিচারক।

বৃহস্পতিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার। রায়ের সময় আসামীরা পলাতক ছিলেন।

মামলার এজহারসূত্রে জানা যায়, পাওনা টাকার জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটি ট্যাংকে ফেলে দেয়া হয়। দেহটি মাটি চাপা দেয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানীর পর আদালত ২২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page