কুমিল্লায় বাসচাপায় রিকশাচালক নিহত

নেকবর হোসেন।।
কুমিল্লা চান্দিনায় বাসচাপায় এক রিকশাচালক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক স্কুলছাত্রী আহত হয়।

নিহত কিশোর দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর এলাকার বাসিন্দা মো. মাসুদ (১৭)। আহত স্কুলছাত্রী চান্দিনা এলাকার সায়মা আক্তার (১৪)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. ওবায়দুল হক।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে উল্টোপথে যাত্রী নিয়ে রিকশাটি যাচ্ছিল। এসময় তিশা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হয় এবং এক স্কুলছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশ বাস ও রিকশাটিকে থানায় নিয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page