০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার

কুমিল্লায় বিদেশ যাওয়ার আগে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • তারিখ : ১০:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • 42

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে দালান নির্মাণে কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শ্রীরায়েরচর বাজারের আক্তার প্রধানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ (২৩) দাউদকান্দি উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের জাকির হোসেন ভুঁইয়ার ছেলে।

জাকির হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বিদেশগামী ছেলে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন তিনি।

কেঁদে কেঁদে তিনি বলেন, ‘কী বলব রে বাবা! ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সব কিছু ঠিকঠাক করছিলাম। ছেলে বলল, বাবা কয়েক দিন রাজমিস্ত্রির কাজটা ভালোমতো শিখে নেই। রাজমিস্ত্রির কাজ শিখতে গিয়ে আমার ছেলেটাকে বিদ্যুৎ কেড়ে নিলো রে বাপ…।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর বাজারে এক প্রবাসী মার্কেট নির্মাণাধীন দালানে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিলেন।

রাজমিস্ত্রি শামীম দালানের ছাদের ওপর রড কাটছিলেন হঠাৎ রডটি বাঁকা হয়ে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। বিদ্যুতের তারের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে অন্য মিস্ত্রিরা শামীমকে শ্রীরায়েরচর বাজারে ইউনিক ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর রেফার্ড করেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, ‘নিহতের বাবা জাকির হোসেনের কোনো অভিযোগ নেই। তাই সুরতহাল তৈরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

error: Content is protected !!

কুমিল্লায় বিদেশ যাওয়ার আগে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তারিখ : ১০:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে দালান নির্মাণে কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শ্রীরায়েরচর বাজারের আক্তার প্রধানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ (২৩) দাউদকান্দি উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের জাকির হোসেন ভুঁইয়ার ছেলে।

জাকির হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বিদেশগামী ছেলে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন তিনি।

কেঁদে কেঁদে তিনি বলেন, ‘কী বলব রে বাবা! ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সব কিছু ঠিকঠাক করছিলাম। ছেলে বলল, বাবা কয়েক দিন রাজমিস্ত্রির কাজটা ভালোমতো শিখে নেই। রাজমিস্ত্রির কাজ শিখতে গিয়ে আমার ছেলেটাকে বিদ্যুৎ কেড়ে নিলো রে বাপ…।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর বাজারে এক প্রবাসী মার্কেট নির্মাণাধীন দালানে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিলেন।

রাজমিস্ত্রি শামীম দালানের ছাদের ওপর রড কাটছিলেন হঠাৎ রডটি বাঁকা হয়ে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। বিদ্যুতের তারের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে অন্য মিস্ত্রিরা শামীমকে শ্রীরায়েরচর বাজারে ইউনিক ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর রেফার্ড করেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, ‘নিহতের বাবা জাকির হোসেনের কোনো অভিযোগ নেই। তাই সুরতহাল তৈরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’